
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিংগাইর পৌরসভা কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন -উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সায়েদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়েদুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার প্রমূখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জি. শাহাদত হোসেন, তালেবপুর ইউপি চেয়ারম্যান রমজান আলী, ধল্লা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভুইয়া, বায়রা ইউপি চেয়ারম্যান জিন্নাহ লাঠু, চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, জামসা ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান ও চারিগ্রাম ইউপি চেয়ারম্যান রিপনসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।