
মানিকগঞ্জ সংবাদদাতা, ৬ সেপ্টেম্বর
মানিকগঞ্জের সিংগাইরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে মুদি দোকান ও বসতঘর। এতে ক্ষতির পরিমাণ প্রায় আনুমানিক ১২ লাখ টাকা। আগুনে সব হারিয়ে নিঃস্ব মোঃ ইস্রাফিল (৪০)। সে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা-লক্ষিপুর গ্রামের মোঃ জহুরুদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫সেপ্টেম্বর ) দিবাগত রাত দেড়টার দিকে ইস্রাফিলের বসতঘর সংলগ্ন দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের লোকজন আসলেও তার আগেই স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দোকানসহ বাড়ির অন্যান্য ঘর পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. বাবুল মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই। এর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। আমরা ধারণা করছি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ইস্রাফিল জানান, মুদি দোকানের মালামাল ও বাড়ির বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্রসহ আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব। কিছু একটা করে খেতে আমি সরকারের কাছে সহযোগিতা চাই।