মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:
“শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা” এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ – ২০২২ উদযাপন হয়েছে। রবিবার(৪ ডিসেম্বর)সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে বিআরডিপি হল রুমে উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভা পরিচালনা করেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় মহিলা সংস্থা সিংগাইর শাখার সভাপতি আনোয়ারা খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার,উপজেলা সমন্বয়কারী ওয়েভ ফাউন্ডেশন সিংগাইর, হাবিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অলক সাহা প্রমূখ। মানববন্ধন ও আলোচনা সভার সার্বিক সহযোগিতা ছিলেন-জাতীয় মহিলা সংস্থা, ওয়েভ ফাউন্ডেশন, ব্রাক ও বারসিক।