মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে ফোর্ডনগর ১ম খন্ড ১নং খাস খতিয়ানে ৩১২ শতাংশ সরকারি খাস জমি মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ.আব্দুল লতিফ এর দিক নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুনা লায়লার তৎপরতায় উদ্ধার করা হয়েছে। আজ শনিবার(৮ জানুয়ারী) সকাল ১১ টার দিকে উক্ত জায়গা মজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জায়গাসহ ঘর নির্মানের শুভ উদ্বোধন করেন-অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব)ঢাকা বিভাগ মো.জহিরুল ইসলাম। এ সময় উপ¯ি’ত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মাসুদ রানা,উপজেলা নির্বাহী
অফিসার রুনা লায়লা,এল.এ.ও মেহের নিগার সুলতানা,ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ.জাহিদুল ইসলাম ভূইয়া,ধল্লা ইউপি সহকারি ভূমি কর্মকর্তা মো.শহিদুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা ওহাব খান,বন কর্মকর্তা মো.ইউসুফ আলী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর ১ম খন্ড ১নং খাস খতিয়ানের ৩৬৬০,৩৫৮৬,৩৫৫১,৩৫৫৪,৩৬৬২,৩৬৬৩,৬১০০ নং দাগের ৩১২ শতাংশ জায়গা  স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা র্দীঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসনের নির্দেশে ইউএনওর তৎপরতায় ¯’ানীয় ভূমি কর্মকর্তার সহযোগীতায় উক্ত জায়গা অবৈধ  স্থাপনা উচ্ছেদ করে সম্পূর্ন জায়গা সরকারি
নিয়ন্ত্রনে এনে মজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জমিসহ ঘর বন্দবস্ত দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন-জেলা প্রশাসক স্যাারের নির্দেশনায় ৩১২ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আরোও কিছু জায়গা আছে উদ্ধার কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরোও বলেন-উদ্ধারকৃত জায়গা মজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের মাঝে ঘর নির্মান করে বন্দবস্ত দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *