মানিকগঞ্জ সংবাদদাতাঃ১২ নভেম¦র
সিংগাইরে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রাণ গেল দুই গরুর।মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নে নৌকা প্রতীকের এক কর্মীর বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। নির্বাচনে হেরে যাওয়ার পর প্রতিপক্ষ আনারস প্রতীকের লোকজন পেট্রোল দিয়ে এই অগ্নিকা-ের ঘটনা ঘটায় বলে দাবি নৌকা প্রতীকের কর্মী খোকন মিয়া’র। এ ঘটনার পর এলাকার সাধারন মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
সিঙ্গাইর উপজেলার শান্তিপুর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল শুক্রবার ভোর রাতে সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বাউদি পাড়া গ্রামে অগ্নিকা-ের এই ঘটনা ঘটে। পরে ¯’ানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততোক্ষনে গোয়ালঘরে থাকা দু’টি গরু এবং একটি মোটরসাইকেল পুড়ে যায়।
জামির্ত্তা ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক খোকন মিয়া বলেন, জামির্ত্তা ইউনিয়নে নৌকার প্রার্থী হেরে যাওয়ার পর তাঁকে হুমকি দেয়। এরপর আমি বাড়িতে চলে যাই। পরে ভোর পৌণে ৪টার দিকে থাকার ঘরের পাশে গবাদিপশুর ঘরে প্রতিপক্ষের লোকজন পেট্রোল দিয়ে এই অগ্নিকা-ের সূত্রপাত ঘটায়। আগুনে পুড়ে যায় যায় গোয়াল ঘরে থাকা দু’টি গরু এবং নিজের ব্যবহৃত একটি ডিসকাভার মোটরসাইকেল। এরপর প্রতিবেশীদের হায়তায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততোক্ষণে আধাপাকা ঘরের টিনের চালা, গরু ও মোটরসাইকেলসহ কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে জানান খোকন মিয়া।ঘটনার সাথে জুড়িত ব্যক্তিদের শাস্তি দাবী জানিয়েছে ক্ষতিগ্র¯’ পরিবার।