
সিংগাইরে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,দ্বিতীয় ধাপে সিংগাইর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনার পর চেয়ারম্যান পদে ৪৬ জন,সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১০৪ জন, সাধারন ওয়ার্ডের সদস্য ৩১৪ জন মনোনয়ন পত্র দাখিল করেন। ২১ অক্টোবর যাচাই বাচাইতে ১ জন চেয়ারম্যান প্রার্থী,৯ জন সাধারন ওয়ার্ডের সদস্য বাতিল হয়। পরবর্তীতে ১ জন চেয়ারম্যান প্রার্থী আপিল করলে মনোনয়ন বৈধ হয়। (২৬ অক্টোবর) ৯ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র, ১ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য,১২ জন সাধারন ওয়ার্ডের সদস্য প্রত্যাহার করেন। (২৭ অক্টোবর) প্রত্যেক বৈধ প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ১১ নভেম্বর ৩৬ জন চেয়াম্যান পদে প্রার্থী,১০৩ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য,২৯৭ জন সাধারন ওয়ার্ডের সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী বলেন-সুষ্ঠভাবে প্রতীক বরাদ্দের কার্যক্রম শেষ করছি। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করা হবে বলে জানান তিনি।