
সিংগাইর প্রতিনিধিঃ২ে৫ সেপ্টেম্বর
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ ৫৩৫ (পাঁচশত পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার।
মানিকগঞ্জ জেলার পুলিশ মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বারের দিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি অভিযানিক দল ২৪সেপ্টেম্বর জেলার সিংগাইর থানাধীন দক্ষিন ধল্লা এলাকায় অভিযান পরিচালনা করে ।পুলিশ মোসাঃ শাহনাজ ওরফে শাহনাজ(৩২), কে ৪৫০(চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
একই তারিখে অপর একটি অভিযানিক দল ঐ একই এলাকায় অভিযান পরিচালনা করে সালেহা বেগম (৬০) কে ৮৫(পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ আটক করেন।