সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি,২৮ এপ্রিল

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার ঘোনাপাড়া-বকচর- বিনোদপুর ঈদগাহ কবরস্থান কমিটির টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। এলাকাবাসী ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে শুরু করার কিছুক্ষণ পর পুলিশের তাদের বাধা প্রদান করে।পরে পুলিশের বাধার মুখে লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে এলাকাবাসীর পক্ষ হতে কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী ডাকা হয়। প্রতিবাদকারীরা প্রথমে জড়ো হয়ে ঘোনাপাড়া আমতলা মোড়ে মানববন্ধন করতে সারিবদ্ধভাবে দাঁড়ানোর চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত সিংগাইর থানার এসআই মো. শাহাদৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মানববন্ধনে বাধা প্রদান করে। পরে মানববন্ধনে অংশ গ্রহণকারীরা কবরস্থান ও ঈদগাহ মাঠের মুল গেটের সামনে জড়ো হয়ে বক্তব্য দিতে শুরু করলে সিংগাইর থানার এস আই মো. কামরুল ইসলাম বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় প্রতিবাদকারীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেন পুলিশ সদস্যরা। পরে তারা পাশের ফুরকানিয়া মাদ্রাসার মাঠে সাংবাদিকদের কাছে কবরস্থান কমিটির দুর্নীতি তুলে ধরতে গেলে সেখানেও পুলিশ বাধা দেন।
এ সময় স্থানীয় বাসিন্দ মো. সালাউদ্দিন,আবু জাফর,আব্দুল আজিজ,রাকিব, হারুন অর রশিদ ও জিন্নত আলীসহ অনেকে অভিযোগ করে বলেন, ঈদগাহ কবরস্থান কমিটি বিগত সময়ে মানুষের দান-অনুদান ব্যাপকভাবে দুর্নীতির মাধ্যমে লুট-পাট করেছে। আমরা এর সঠিক হিসাব চেয়ে প্রতিবাদ করায় মিথ্যা মামলার শিকার হয়েছি। এর প্রতিবাদে শান্তিপূর্নভাবে কর্মসূচী দিলে পুলিশ আমাদের বাধা দেয়। তারা আরো অভিযোগ করে বলেন, দুর্নীতিবাজদের সাথে পুলিশ যোগসূত্র হওয়ায় তারা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন বলেও জানান।
এ প্রসঙ্গে সিংগাইর থানার এসআই মো. কামরুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া মানববন্ধন করায় বাধা দেয়া হয়েছে। বাকিটা ওসি স্যার জানেন।
ঘোনাপাড়া – বকচর – বিনোদপুর ঈদগাহ ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান খান বলেন, মিটিংয়ের মধ্যে আমাকে আর্তকিত হামলার ঘটনায় আমি মামলা করেছি। কবরস্থানের টাকায় অনুদান নিয়ে অনিয়ম- দুর্নীতির কথা অস্বীকার করেন তিনি ।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো.জিয়ারুল ইসলাম বলেন, বিনা অনুমতিতে মানববন্ধন করার সময় অপর পক্ষ উত্তেজিত হওয়ার খবর পেয়ে মানববন্ধন বন্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *