সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের
সিংগাইরে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পূর্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে জেলা পুলিশ,ডিবি,বিজিবি,র্যাব,আনছার বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল চোঁখে পড়ার মত। এ নির্বাচনে ১১টি ইউনিয়নের মধ্যে বায়রা-ইউনিয়ন দেওয়ান জিন্নাহ লাঠু(নৌকা) প্রতীক বিনা প্রতিদ্বন্দ্বিতা,সিংগাইর সদর- মো.জাহিনুর রহমান সৌরভ(চশমা) স্বতন্ত্র বিএনপি মতাদর্শী ২৯৭৪ ভোট,নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ মো.জাহিদুল ইসলাম(নৌকা) প্রতীকে ১৫৭০ ভোট পান,চারিগ্রাম দেওয়ান রিপন(নৌকা)প্রতীকে ৫৯৯৪ নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.সাজেদুল ইসলাম স্বাধীন(আনারস) স্বতন্ত্র ৩৭২১ ভোট,জামশা-গাজী কামরুজ্জামান(নৌকা)প্রতীকে ৬১৮৬ নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ তারিকুল ইসলাম(আনারস) আওয়ামীলীগ বিদ্রোহী ১৪১৮ ভোট ,
বলধারা-আব্দুল মাজেদ খান (নৌকা) প্রতীকে ৯৪৯৬ নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ ওবায়দুর রহমান(আনারস)আওয়ামীলীগ বিদ্রোহী ৭৪০২ ,সায়েস্তা-আব্দুল হালিম(আনারস)আওয়ামীলীগ বিদ্রোহী ৯১০৭ নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.আবু বক্কর ছিদ্দিক(ঘোড়া)স্বতন্ত্র ৩৪৯২,চান্দহর-শওকত হোসেন বাদল (নৌকা) ১২২৮৩ নিকটতম প্রতিদ্বন্দ্বি রবিউল আলম(ঘোড়া)স্বতন্ত্র ৩৩৩৩,জার্মিত্তা-মো.আবুল হোসেন মোল্লা (আনারস)আওয়ামীলীগ বিদ্রোহী ৮৫৪১ নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.আব্দুল হালিম রাজু(নৌকা) ৫৪৪৮,ধল্লা-জাহিদুল ইসলাম ভূইয়া(নৌকা)১৬২৯৫ নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ.ইকবাল হোসেন শামীম(আনারস)স্বতন্ত্র ২৪৪৩,জয়মন্টপ-ইঞ্জি.মো.শাহাদৎ হোসেন(নৌকা)১০৪১৬ নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.বোরহান উদ্দিন(আনারস)আওয়ামীলীগ বিদ্রোহী ৫৬০৮, তালেবপুর-মো.রমজান আলী(নৌকা) ৬৯৫২ নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.মোশারফ হোসেন(অটোরিক্ধসঢ়;সা)স্বতন্ত্র ২৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিষয়টি নিশ্চিত করেন উপজেলা