
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে এক রাতে ৫ বাড়িতে ডাকাতি করে নগদ ১ লক্ষ টাকা ও ৭ ভরি স্বর্ন,২৫ ভরি রুপার অলংকার ও ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।
বুধবার দিবাগত রাত আড়াই টা থেকে ৪টার মধ্যে উপজেলার সিংগাইর সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গোবিন্ধল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন-সৌদি প্রবাসী ঐ এলাকার মৃত চমক আলী বেপারি ছেলে আবু সাইদ,আব্দুল লতিফের ছেলে কাদের ও মহিবুর,জরিপের ছেলে নুরু মিয়া,চান মিয়া আমিরের ছেলে আবু জর।
ভুক্তভোগী সাইদের মা জাহানারা জানান-রাত ৩টার দিকে ১৮/২০ জনের ১টি ডাকাত দল আমাদের ঘরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের ঘরে থাকা টাকা ও আমাদের ব্যবহৃত স্বর্ন অলংকার লুট করে নিয়ে যায়। একি সময় পার্শ্ববর্তী আরোও ৪ বাড়িতে ডাকাতদল হানা দিয়ে মালামাল লুট করে নিয়ে যায়।এতে বাধা দিলে কাদেরের ছেলে মহিবুরকে মারধর করে আহত করেন। এ ঘটনায় সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন-ঘটনার পর সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির মাল উদ্ধার সহ ডাকাতির সাথে জরিতদের গ্রেফতারের চেস্টা চলছে। এগুলো আন্তঃজেলা ডাকাত হতে পারে বলে তিনি জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।