সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের
সিংগাইরে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেেশের মুক্তিযোদ্ধ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৭ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও পলাশ কুমার বসু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা পরিষদ (অস্থায়ী)চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.আবুল বাশার,সমাজ সেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলাম,সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিম আলম প্রমুখ। এতে বীরমুক্তিযোদ্ধা,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী,সরকারি কর্মকর্তা কর্মচারিসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ইউএনও পলাশ কুমার বসু ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্যের ওপর বিস্তর আলোচনা ও বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।