সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যার সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২ ডিসেম্বর)দুপুর ১২ টার দিকে থানা চত্ত্বর গোল ঘরে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় ওসি বলেন,শীতকালে চুরি,ডাকাতি,বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে যায়। এসময় সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন,১০ ডিসেম্বর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করছে। সামনেও করতে পারে। তারা যাতে কোন ধরনের নাশকতা না করতে পারে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এমনকি এর সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এতে সাংবাদিকদের সহযোগীতাও কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন-থানার সেকেন্ড অফিসার মো.রাকিবুল ইসলাম,এসআই মো.আবুল হোসেন”ভোরের কাগজ” সিংগাইর উপজেলা প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুম বাদশা,”নয়াদিগন্ত”সংবাদাতা মো.সোহরাব হোসেন,”যুগান্তর” প্রতিনিধি মুহ.মিজানুর রহমান বাদল,”সমকাল”সংবাদাতা মোহাম্মদ আলী রিপন,”প্রতিদিনের সংবাদ” প্রতিনিধি মো.রকিবুল হাসান বিশ্বাস,”আজকালের খবর”প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,এশিয়ান টিভি প্রতিনিধি ইমরান হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *