
সিংগাইর প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইরে এক কৃষকের ২টি খড়েরপালায় আগুন দিয়ে সম্পূর্ন পুড়িয়ে দিয়েছে দুস্কৃতকারীরা। এতে ঐ কৃষকের প্রায় ৪০ হাজার টাকার গু-খাদ্যর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে,সোমবার(২৪ জানুয়ারী) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার সিংগাইর সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গোবিন্দল তালপট্রি গ্রামে। ক্ষতিগ্রস্থ কৃষকঐ এলাকার মৃত.সৈয়দ আলী বেপারির ছেলে মান্নান বেপারী ওরফে মোন্নাফ(৫০) মোন্নাফ জানান,সোমবার রাত সাড়ে ১২ টার দিকে আমার বাড়ি দক্ষিন পাশের ভিটায় ২টি খড়ের পালায় কে বা কারা আগুন দেয়। আগুন দেখে পাশের মুদি দোকানদার ফজলু মিয়া ডাক চিৎকার করলে আমরাসহ আশে পাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা কালে সম্পূর্ন পালাপুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়,উম্মত আলী মেম্বার,আক্তার হোসেন,আব্বাছ মোল্লা,আলাউদ্দিন,আলেব বেপারি এ প্রতিবেদকের কাছে দু:খ প্রকাশ করে বলেন,গরুর খাদ্য পুড়িয়ে মোন্নাফের যারা ক্ষতি করেছে তারা খুবই অন্যায় কাজ করেছে। এদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া দরকার।
সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ জানান বিষয়টি আমি শুনেছি। সরেজমিনে যাওয়া হয়নি।`তিনি আরোও বলেন যারাই কাজটি করেছে খুবই অন্যায় করেছে।