সিংগাইর(মানিকগঞ্জ)উপজেলা সংবাদদাতা :
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে খেলাফত মজলিসের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে খেলাফত মজলিস সিংগাইর শাখার আয়োজনে উপজেলার চত্ত্বর মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস সিংগাইর শাখা(পশ্চিম) সভাপতি আলহাজ্ব মাওলানা মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,খেলাফত মজলিসের নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা আহমদ আলী কাসেমী। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন,খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব জননেতা মুহাম্মদ মুনতাসির আলী,নন্দিত ইসলামিক স্কলার আলোচক ও গবেষক শায়খ মুফতি আলী হাসান উসামা,কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব অধ্যাপক মুহাম্মাদ আব্দুল জলিল,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদ্বয় এ্যাড.মোহাম্মদ.মিজানুর রহমান ও মুহাদ্দিস মাও.শেখ মুহাম্মদ সালাউদ্দিন। এতে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আবু বক্কর বিন আইয়ূবী,জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, সিংগাইর উপজেলা(পশ্চিম) সাধারন সম্পাদক মাওলানা মাসুদ,সিংগাইর উপজেলা(পূর্ব)মাওলানা জাহাঙ্গীর হোসাইনসহ খেলাফত মজলিসের বিভিন্ন ইউনিয়নের কর্মী সর্মথকরা উপস্থিত ছিলেন।