সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে গাঁজা মাদক সেবনের অভিযোগে ৪জনকে কারাদন্ডসহ অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যার পর এ আদালত পরিচালনা করে দন্ড দেন,উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপন দেবনাথ।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন,ঢাকা জেলার ধামরাই রোয়াইল ইউনিয়নের আটিমাইঠান গ্রামের আলাভক্ষ ফকিরের ছেলে আজগর আলী(৩৮),একই ইউনিয়নের সুঙ্গর গ্রামের কালু মিয়ার ছেলে সোহরাব হোসেন(৪০) তোফাজ্জ্বল মিয়ার ছেলে জাফর(৪২)ও সেনাইল গ্রামের মৃত.তোতা মিয়ার ছেলে সুমন মিয়া(৩৫)। পুলিশ সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(৩ আগস্ট) সন্ধ্যায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের সার্বিক সহযোগীতায় এসআই এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তালেবপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান রমজান আলী সহযোগিতায় চার মাদক সেবীকে আটক করেন পুলিশ। পরে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করেন। এর মধ্য ঢাকা জেলার ধামরাই রোয়াইল ইউনিয়নের আটিমাইঠান গ্রামের আজগর আলীকে চার মাসের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড ,একই ইউনিয়নের সুঙ্গর গ্রামের সোহরাবকে তিন মাসের সাজা ও ৫০০ টাকা অর্থদন্ড, সুঙ্গর গ্রামের জাফরকে তিন মাসের সাজা ৫০০ টাকা অর্থদন্ড,সেনাইল এলাকার সুমন মিয়াকে ৩ মাসের সশ্রম কার দন্ড সহ ৫০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। বার্তা প্রেরক মো.রকিবুল হাসান বিশ্বাস মোবাইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *