
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে জয়া(১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার(১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার ৪ নং ওয়ার্ড চর আজিমপুর তিনরাস্তা মোড় এ ঘটনা ঘটে। নিহত জয়া ঐ এলাকার শাকিল আহমেদের স্ত্রী ও জয়নালের মেয়ে।
পারিবারিক সূত্রে জানাযায়,৬ মাস আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী শাকিল আহমেদের সাথে জয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। সেই কলহের জের ধরে স্বামীর বাড়ির বসত ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় জয়া। পরে বাড়ি লোকজন টের পেয়ে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) মো.মোশারফ হোসেন জানান বিষয়টি আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।