সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই ছবেদালী গং ও বোন আনোয়ারা গংদের মধ্যে মারামারির ঘটনায় দু,পক্ষের ৬ নারি আহত হয়েছেন। বুধবার(২০ জুলাই)দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছবেদালী গংদের মধ্যে আহতরা হলেন-ঐ এলাকার ছবেদালীর স্ত্রী মমতাজ বেগম(৫৫),মেয়ে সাবিনা আক্তার(২৮) শিখা আক্তার(২২)। অপর পক্ষের আহতরা হলেন-একই এলাকার সামচুল হকের স্ত্রী আনোয়ারা(৬০),আবুল হোসেনের স্ত্রী পারভীন(৩৮) আলমাছ বিশ্বাসের স্ত্রী হোসনে আরা(৩০)।
খোঁজ নিয়ে জানা যায়,ছবেদালীর সাথে তার বোন আনোয়ারার দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বিরোধপূর্ন জায়গায় আনোয়ারা গং পুরাতন ঘর মেরামত করতে গেলে ছবেদালী গং বাধা প্রদান করেন।এতে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাধে। এসময় ছবেদালীর স্ত্রীকে প্রতিপক্ষ লাঠিপেটা করে ডান হাত ভেঁঙ্গে ফেলে, তার মেয়ে শিখাকে মাথায় আঘাত করে মারাত্মক জখম ও সাবিনা আক্তারকে মারধর করে মারাত্মকভাবে আহত করেন । পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ৩ জনের মধ্য মমতাজ বেগমের অবস্থা আশংখাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। অপর পক্ষ আনোয়ারা,পারভীন,হোসনেরা আহত হলেও পারভীন,হোসনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে।
ছবেদালীর মেয়ে শিখা আক্তার জানান,বিরোধপূর্ন জায়গায় আমার ফুফু ঘর তুলতে গেলে আমরা নিষেধ করি।এতে তারা ক্ষিপ্ত আমাদের ওপর হামলা চালিয়ে আমার মার হাত ভেঙ্গে ফেলে,আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তান্ত করে। আমার মাথায় ৮টি সেলাই দেয়া হয়েছে।আমার বোনকে লাঠিপেটা করে পা’সহ সারা শরীর জখম করেছে।
আনোয়ারা বেগম জানান-আমার ভিটে বাড়িতে পুরাতন ঘর মেরামত করতে গেলে ওরা আমাকেসহ আমার ১ মেয়েও বোনের মেয়েকে মারধর করে আহত করেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) শেখ মো.আবু হানিফ বলেন- মারামারির ঘটনায় ছবেদালী গংদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।