
মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনুর্ধ্ব -১৭) এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(২১ মে) বিকাল ৩ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন- উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি দিপন দেবনাথ।
উদ্বোধক হিসেবে ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন-উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ খেলায় ১১টি ইউনিয়ন ১টি পৌরসভা অংশগ্রহন করেন। সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বায়রা ইউনিয়ন বনাম ধল্লা ইউনিয়ন ও জামশা ইউনিয়ন বনাম তালেবপুর ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও একই দিনে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠে সিংগাইর পৌরসভা বনাম জামির্ত্তা ইউনিয়ন ও বলধারা বনাম চান্দহর ইউনিয়ন, শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে জয়মন্টপ ইউনিয়ন বনাম চারিগ্রাম ইউনিয়ন, চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে সিংগাইর সদর ইউনিয়ন বনাম সায়েস্তা ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে।