সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। সোমবার(১৫ আগষ্ট) এ উপলক্ষ্যে সরকারি বে-সরকারি অফিস শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদের অভ্যন্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ,যুগ্ন সাধারন সম্পাদক সায়েদুল ইসলাম,সাবেক সাংগঠনিক ওবায়দুল হক। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো.মুশফিকুর রহমান খান হান্নান, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ,পৌর মেয়র আবু নাঈম মো.বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, থানা প্রশাসন, সরকারি ডিগ্রী কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিষ্ট্রার ও দলিল লেখক সমিতি, জোনাল অফিস পল্লী বিদ্যুৎ, এনজিও,ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন। এদিকে, সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশানের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অপর দিকে, বেলা ১১টায় যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে ঋণ বিতরণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গাছের চারা রোপন করা হয়। এছাড়াও কেন্দ্রীয় সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও তার ভাই সমাজসেবক দেওয়ান জাহিদ আহমেদ টুলুর পক্ষ থেকে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই সময় সিংগাইর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নে শোক দিবস পালন ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *