সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জে সিংগাইরে ১০ জন জুয়ারিকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। রবিবার(৩ মার্চ) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া জনৈক আবু বক্কর খানের দোতলা বিল্ডিংয়ের দু,তলা মূল দরজার পাশে অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে তাদের আটক করেন। আটকৃতরা হলেন-উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া গ্রামের মৃত.নবু খানের ছেলে আবু বক্কর খান(৪৮),মৃত.রিয়াজ উদ্দিনের ছেলে কাউছার(৫০),মৃত.ফজলুর রহমানের ছেলে বাবুল খান(৫৪),ধল্লা মধ্যপাড়া গ্রামের মৃত.আব্দুর রহিম মিয়ার ছেলে নুরুল ইসলাম(৪০),তারা মিয়ার ছেলে ইদ্রিস আলী(৪৫),দক্ষিন ধল্লা গ্রামের ফজল হকের ছেলে পারভেজ মিয়া(৩২),ঢাকা জেলার হেমায়েতপুর বাসষ্ট্যান্ড গ্রামের হামেদ আলীর ছেলে শাহিন আলম(৪০),সাভার ব্যাংক টাউন এলাকার বকু মিয়ার ছেলে আল ইসলাম(৪০),সাভার নামাগেন্ডা এলাকার আফাজউদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম(৪০) ও ঢাকা জেলা কেরানীগঞ্জ লংকারচর গ্রামের মৃত.শাহাবুদ্দিনের ছেলে রতন মিয়া(৩৫)
থানা পুলিশ সূত্রে জানাযায়,সিংগাইর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জিয়ারুল ইসলাম এর তত্ত্বাবধানে সিংগাইর থানার এসআই (নিঃ) সুমন চক্রবর্তী এর নেতৃত্বে একটি চৌকুস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে সিংগাইর থানাধীন ফোর্ডনগর খানপাড়া এলাকার আবু বক্কর খানের নির্মাণাধীন দোতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলার মূল দরজা সংলগ্ন কক্ষে অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে ১০ জন জুয়ারি আটক করেন। এ সময় ১ বান্ডিল(৫২ টি তাস) ও বায়ান্ন হাজার আশি টাকা ও ২টি প্লাস্টিকের মাদুর পাটি উদ্ধার করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,জুয়ারি আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।