মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ)থেকে :
“কথা নয় কাজে হবে পরিচয়, জনগণ থাকলে পাশে নিশ্চিত হবে জয়”এ শ্লোগান নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মত বিনিময় সভা করেছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। তার এ নির্বচনী মতবিনিময় সভায় পাচ্ছেন ব্যাপক জনসমর্থন ।
শুক্রবার(৭ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া বাজারে বলধারা ৩নং ওয়ার্ডসহ সর্বস্তরের জনগণের আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর কোম্পানীর সভাপতিত্বে ও মো.কামাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এ সময় তিনি বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।  আমাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন । ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অবদান রাখার কথা উল্লেখ করেন তিনি । আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকাকে ব্যাপক উন্নয়ন করার প্রতিশ্রুতিও দেন। এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বলধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খান, সিংগাইর পৌর কাউন্সিলর মো.সামচুল ইসলাম ও মো.কামাল হোসেন,বায়রা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক,সভাপতি আমিনুল ইসলাম,সাবেক জেলা আওমী-যুবলীগের সদস্য দেওয়ান বদরুল আলম বাদল,সাবেক পৌর কাউন্সিলর মীর কাউছার আহমেদ,সাবেক,সিংগাইর সরকারি কলেজ শাখার সভাপতি মাশরাফ হায়দার,সাবেক,সিংগাইর সরকারি কলেজের জিএস মাহবুবুর রহমান মিঠু,স্থানীয় মরুব্বি দেওয়ান নজির প্রমুখ। নির্বাচনী এ মতবিনিময় সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সিংগাইর উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক ইঞ্জি.মো.কুদ্দুসুর রহমান, মানিকগঞ্জ জেলা পল্লীবিদ্যুৎ সমিতি,সিংগাইর জোনাল অফিস,পরিচালক মো.ফয়েজুল ইসলাম খান,বায়রা ইউনিয়ন আওয়ামীলীগের সন্মানিত সদস্য মাহবুবুল আলম জুয়েল,ইমন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক দেওয়ান মাহবুব আলম,পৌর আওয়ামী-যুবলীগের সহ-সভাপতি এসকে মানিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ব্যক্তিগত উদ্যোগে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অনুদান দিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন।

Md. Rakib Biswas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *