সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মাটি ব্যবসায়ীদের পৃথক ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- চান্দহর ইউনিয়নের রিফায়েতপুর গ্রামের মৃত শেখ ছকেলের ছেলে আ. রশিদ (৪৫) ও বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের রজ্জব আলী মাদবরের ছেলে রাজেন হোসেন রিফাত (৫৫)।
নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে চান্দহর ইউনিয়নের রিফায়েতপুর দিলবাড়ী-গান্দিপাড়া চকে মাটি ব্যবসায়ী আ. মালেকের মাটিভর্তি ট্রাকের চাপায় রশিদ মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। রশিদ মাটি ব্যবসায়ী মালেকের ফাঁদে পড়ে দিনমজুরি হিসেবে কাজ করতে গিয়ে প্রাণ হারান। স্থানীয় বাসিন্দারা মাটিখেকো মালেকের শাস্তি দাবি করলেও একটি মহল সাড়ে ৩ লাখ টাকায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠেছে। সূত্রে প্রকাশ, গত বছর মাটি ব্যবসায়ী মালেককে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত তিনমাসের জেল দিলেও এবার সে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশকে ম্যানেজ করে রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। অভিযুক্ত আব্দুল মালেককে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। অপর দিকে, সকাল পৌনে ৮টার দিকে বায়রা ইউনিয়নের বাইমাইল এলাকার হেমায়েতপুর-সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাটিভর্তি ট্রাকের চাপায় রাজেন হোসেন রিফাত নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন-কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।