সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের দূর্ণীতিবাজ ও অবৈধ চেয়ারম্যান দেওয়ান মো: রিপনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চারিগ্রাম ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর উদোগে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চারিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবদুল গাফফার এর সভাপতিত্বে ও বিএনপি নেতা আবদুর রাজ্জাক সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চারিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শেখ রশিদুজ্জামান, চারিগ্রাম স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবর রহমান, মো. আবদুল্লাহ, চারিগ্রাম জুয়েলারী সমিতির সভাপতি দেওয়ান ফরিদ, ছাত্রদলের আহবায়ক মো. ডন ও অমিত খান প্রমূখ। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দুর্নীতিবাজ আওয়ামী লীগের অবৈধ চেয়ারম্যান দেওয়ান মো. রিপনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

 

সভায় বক্তারা বলেন, রিপন ভোট চুরি করে চেয়ারম্যান হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি অনে্যর জমি জোর করে দখল, নদী বালু চুরি করে বিক্রির, বিভিন্ন প্রকল্পের সরকারি কাজ বাগিয়ে নিজের দখলে নেয়া, গরিবের হক মেরে খাওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত এই চেয়ারম্যান। বর্তমানে তিনি পরিষদে না বসে বাড়িতে থেকে কাজ করছে।জনগণের সেবায় বিঘ্ন ঘটছে বলেও অভিযোগ করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *