সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে রাশেদা আক্তার(৫০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মে) সকালে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে । নিহত রাশেদা আক্তার ওই এলাকার মুনছের আলীর স্ত্রী।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মুনছের আলী ও তার স্ত্রী রাশেদা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো।তারই জেরে মঙ্গলবার ভোর রাতে ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারনা। সকালে রাশেদার ঝুলন্ত লাশ দেখে স্বজনরা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক(এসআই) মো.মাহফুজুল হাসান বলেন-প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।