
- মানিকগঞ্জ,
নিখোঁজের তিন দিন পর মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে আমিনুর(৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ।
আজ শনিবার(২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টা দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার ধলেশ্বরী নদীর পাড় কচুরিপানার ভিতর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। নিহত আমিনুর ঐ এলাকার মৃত হাকিম আলীর ছেলে।
এ বিষয়ে নিহতের বড় ভাই শাহিন জানান,গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ির লোকজনের সাথে অভিমান করে বাড়ী থেকে বের হয় যায়।এ পরে আর বাড়ি ফিরেনি। হঠাৎ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে ধলেশ্বরী নদীর পাড়ে স্থানীয়রা লাশ দেখতে পায়। বিষয়টি আমরা শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি।
এদিকে,থানা পুলিশ খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় সিংগাইর সার্কেলের(এএসপি) মোহা.রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যর কারন জানা যাবে বলে জানান তিনি।