মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:মানিকগঞ্জের সিংগাইরে সদ্য সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষানবিশ আইনজীবি, সাবেক উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি মো. মনির হোসেনসহ প্রয়াত অন্য আওয়ামালীগ নেতাদের পরিবারের পাশে দাঁড়ালেন বিশিষ্ট শিল্পপতি দানবীর খ্যাত দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
শুক্রবার(৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে তিনি সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামে নিহত মনির হোসেনের বাড়ি গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন। ওই পরিবারের জন্য নগদ ২ লাখ টাকাসহ ঈদ সামগ্রী উপহার দেন। মনিরের একমাত্র কন্যা সন্তানের লেখাপড়া সহায়তার জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তা দেয়ার ঘোষণা দেন টুলু।
পাশাপাশি প্রয়াত সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিয়োদ্ধা শাহাদৎ হোসেন মাষ্টার, প্রয়াত সাবেক চান্দহর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সোনা মিয়া ও জামির্ত্তা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের প্রয়াত সাবেক সভাপতি নূরুল ইসলামের বাড়িতে ছুটে যান দেওয়ান জাহিদ আহমেদ টুলু। প্রত্যেক পরিবারকে তিনি ঈদ সামগ্রী উপহারসহ নগদ ৫০ হাজার টাকা দিয়ে আর্থিক সহায়তা দেন। সেই সাথে শারীরিকভাবে অসুস্থ্য সাবেক উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মানিকনগর গ্রামের পল্লী চিকিৎসক সুনীল চন্দ্রশীল ও ত্যাগী আওয়ামীলীগ কর্মী চান্দু খলিফাকেও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়া মানিকনগর বাজার কেন্দ্রিয় জামে মসজিদের উন্নয়ন কাজের আর্থিক অনুদানের আশ্বাস দেন তিনি।
সবশেষে সড়ক দুর্ঘটনায় নিহত মো, মনির হোসেনের সাথে থাকা চিকিৎসাধীন আহত মানিকগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লুৎফর রহমানের পরিবারের গিয়ে খোঁজ খবর নেন টুলু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, চান্দহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন বাদল, জামির্ত্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লা, ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁইয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. তমেজ উদ্দিন, পৌর কাউন্সিলর সামসুল হক, সমেজ উদ্দিন ও মো. কামাল হোসেন প্রমুখ।