সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে পাটের গুদামে আগুন লেগে প্রায় ১২ শ মন পাট,দেড়শ মন শরিষা, ঘরসহ প্রায় ৪৫ লক্ষ টাকা ক্ষতিসাধিত হয়ে তিন ব্যবসায়ী নি:শ্ব হয়ে গেছে বলে জানা গেছে।

শনিবার(৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার জামশা বাজারস্থ দক্ষিন জামশা গ্রামের আইনউদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবু(৫০) এর মালিকানাধীন গুদামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা হলেন-উপজেলা দক্ষিন জামশা গ্রামের আইনদ্দিনের ছেলে হাবু(৫০),নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা গ্রামের জামাল বেপারির ছেলে বাদশা মিয়া(৫৫) একই উপজেলার গরিবপুর গ্রামের ফজল মাদবরের ছেলে আজগর আলী(৪২)। স্

থানীয়রা জানান-পাটের গুদামে সকাল সাড়ে ৯ টার দিকে হঠাৎ ধূয়া বের হয়। কিছু বুঝে ওঠার আগেই গুদামে আগুন ছড়িয়ে পরে। এতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ততক্ষনে গুদামে থাকা পাট ও শরিষার পুড়ে যায়। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে খবর পেয়ে মানিকগঞ্জ ও সিংগাইর ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভাতে সক্ষম হন।

এ ব্যাপারে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শরিফুল ইসলাম জানান- বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে আমাদের তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *