সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে পূর্বশত্রুতার জেরধরে ৩ যুবককে কুপিয়ে জখম করেছে দুস্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া মোড়ে ফিরোজের মুদি দোকানের সামনে । গুরুতর আহতরা হলেন-উপজেলার কামুড়া গ্রামের শামছুল হকের ছেলে তানভীর (১৮), একই গ্রামের আবজালের ছেলে মহসীন(১৭) ও কুতুবের ছেলে রাজু (১৮)।
স্থানীয়রা জানায়,উপজেলার নয়াপাড়া গ্রাম থেকে তানভীরসহ ৩ যুবক বাড়ির যাওয়ার পথে ফিরোজের দোকানের কাছে পৌছালে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা শত্রুতার জেরধরে অভিযুক্ত নয়াপাড়া গ্রামের আনছারের ছেলে দুস্কৃতকারি সজিব (১৮) তাদের গতিরোধ করে চাপাতি দিয়ে তানভীরকে কুপায়। তার সাথে থাকা জয়মন্টপ ইউনিয়নের পূর্বভাকুম গ্রামের জবেদ আলীর ছেলে স্বপন (১৯), মলফুর ছেলে জসিম মহসিনকে কুপিয়ে জখম করে। হাবের ছেলে মারুফ(১৮) রাজুকে কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়। শহিদের ছেলে সোহাগ (১৮), ফজার ছেলে সাব্বির (১৮) সহ অজ্ঞাত ৪-৫ জন দেশীয় লাঠিশোটা নিয়ে হামলা চালায়। তারা চাপাতি ও দা দিয়ে সজিবসহ কুপিয়ে তানভীর, মহসিন ও রাজুকে জখম করে দ্রুত পালিয়ে যায়। এসময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তানভীর ও মহসীনের অবস্থার আশংকাজনক দেখে তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
শনিবার বিকেলে এ ঘটনায় তানভীরে পিতা শামসুল হক বাদী হয়ে ৬ জনসহ আরো অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করে সিংগাইর থানার অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, থানায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *