
সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ দুলাল গংরা কুপিয়ে হত্যা করেছেন জুলহাস ফকির(৩৬) নামের এক যুবককে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১২ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ নতুন বাসষ্ট্যান্ড এলাকায়। নিহত-জুলহাস ফকির(৩৬) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকির পাড়া গ্রামের সাবেক মেম্বার নোয়াব আলী ফকির ওরফে নবা ফকিরের ছেলে।
নিহতের ভাগিনা সেলিম জানান, ১৬ ডিসেম্বর স্থানীয় ছোট ছেলেদের সাথে একই গ্রামের বেপারি পাড়া মজিবরের ছেলে দুলাল গংদের সাথে মারামারির ঘটনা ঘটে। ওই মারামারি ঘটনাকে কেন্দ্র করে দুলালের পিতা মজিবর বাদী হয়ে জুলহাস ফকির কে আসামী করে প্রায় ৮-৯ জনের নামে মামলা করেন। ওই মামলায় জুলহাস ফকির বুধবার জামিনে আসেন। জামিনে এসে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জয়মন্টপ নতুন বাসষ্ট্যান্ডে পৌছালে বাদী পক্ষ দুলাল,বেলাল,শাকিব,সাগর গংরা পিছন থেকে এলোপারি আঘাত করে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জুলহাসকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন-আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।