সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ৩ পরিবারকে সর্বশান্ত করেছে ভুয়া স্বর্নের মূর্তি দিয়ে অজ্ঞাত প্রতারক চত্রু। ঘটনাটি ঘটেছে,উপজেলার সায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে। ভুক্তভোগী হলেন-ঐ এলাকার ওমর আলীর মেয়ে নুরজাহান(২৪),সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামের রবিউল এর মেয়ে পায়েল(১৪),আনোয়ার হোসেনের স্ত্রী সুফিয়া বেগম(৫০)। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার(১৬ ফেব্রুয়ারি) সিংগাইর সার্কেলের সহকারি পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত তিন সপ্তাহ আগে অজ্ঞাত প্রতারক জ্বীনের বাদশা পরিচয় দিয়ে কথা বলে পায়েলের সাথে। পরবর্তীতে ভয়ভীতি ও লোভ দেখিয়ে এক পর্যায় নীলটেক ব্রীজের উত্তর পাশে ভুয়া স্বর্নের মূর্তি রেখে যায় প্রতারক চক্র। এবং সেই মূর্তি সংগ্রহ করতে বলে। সেটা ভুক্তভোগী সংগ্রহ করার পরপরই ৩টি পরিবার কিছু বুঝে ওঠার আগেই ১০ ভরি স্বর্নালংকার ও বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে প্রতারক মোবাইল ফোনে ক্ষতি হবে বলে কাউকে বিষয়টি না বলার জন্য বারন করেন। পুনরায় বিষয়টি ভুক্তভোগী বুঝতে পেরে আত্বীয় স্বজনকে জানালে প্রতারকের নাম্বারে ফোন দিলে বন্ধ পাওয়া যায় বলে সূত্রে জানা যায়। এ ব্যাপারে সিংগাইর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোহা.রেজাউল হক বলেন-অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।