
মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ)থেকে:মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর)দুপুর সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা চত্ত্বরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে মতবিনিময় সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী বিষয়ক অফিসের সহযোগীতায় এ চেয়ার তুলে দেন- ঢাকা বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ,অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব,সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন,প্রতিবন্ধী বিষয়ক অফিসার জোবায়দা গুলশান আরা, ইন্সট্রাক্টর,উপজেলা রিসোর্স সেন্টার মোসা.জহুরা খাতুন,সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, বলধারা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশারর প্রমুখ। এ ছাড়াও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার লোক উপস্থিত ছিলেন ।