
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে বাক প্রতিবন্ধী জনৈক (৩২) এক নারীকে ধর্ষনের অভিযোগে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও স্থানীয় আওয়ামীলীগ নেতা অলি আহমেদ মোল্লা (৬২)কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। রবিবার(২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ব্যঙ্গা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত-অলি আহমেদ মোল্লা উপজেলার ভাকুম গ্রামের মৃত.ছিদ্দিক মিয়ার ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাযায়,জনৈক বাক-প্রতিবন্ধী নারী রবিবার দুপুর ৩টার দিকে নিজের বাড়ির পাশে হাটতে বের হয়। এই সুযোগে অভিযুক্ত অলি আহম্মেদ মোল্লা মদ্যপান অবস্থায় ভিকটিমকে জরিয়ে ধরে পাশের বাড়ির একটি খালি ঘরে নিয়ে যায়। দরজা বন্ধ করে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে ঘরে ডুকে প্রতিবন্ধী নারীকে বিবস্ত্র অবস্থায় নিথর হয়ে পড়ে আছে দেখতে পেয়ে সিংগাইর থানা পুলিশকে খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অলি আহমেদ মোল্লা কে আটক করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষন মামলা রুজু হয়েছে। সোমবার দুপুরে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।