সিংগাইর(মানিকগঞ্জ)
সিংগাইরে প্রবাসী মনির হোসেনের জনৈক স্ত্রী(২৪)কে প্রতিবেশী অভিযুক্ত এনামুল হক(২১) কু-প্রস্তাব দেয়ায় মারামারির ঘটনায় এনামুল গংদের আঘাতে একই পরিবারে নারিসহ ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতরা ঢাকাসহ স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার(৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চকপালপাড়া গ্রামে। ভুক্তভোগী পরিবারের আহতরা হলেন-ঐ এলাকার আব্দুল আলীর ছেলে হিরু(২৫) ও বাবু(২২),ছেলের বৌ মৌসুমী আক্তার(২৪) আব্দুল আলীর স্ত্রী মহেলা বেগম(৬০)।ভুক্তভোগী মৌসুমী আক্তারের দেবর হিরু জানান-আমার বড় ভাই প্রবাসে থাকায় ভাবি আমাদের বাড়ি বসবাস করে আসছে। এরই মধ্যে প্রতিবেশী একই এলাকার মোবারক হোসেনের ছেলে এনামুল(২১) আমাদের বাড়িতে যাতায়াত করতো এবং সুযোগ বুঝে আমার ভাবিকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলো। সে লোক লজ্জার ভয়ে মুখ খুলেনি। বারং বার উত্ত্যক্ত করায় বিষয়টি আমাকে ও পরিবারকে অবগত করেন আমার ভাবি। পরবর্তীতে আমার ছোট ভাই বাবু অভিযুক্ত এনামুলকে বিষয়টি জিজ্ঞাস করায় কথা কাটি কাটির এক পর্যায় তারা আমাদের পরিবারের ওপর আর্তকিত হামলা চালিয়ে ৪ জনকে মারপিট করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমার মা ও ভাবির অবস্থা আশংখাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। সেখানে তারা মৃত্যর সাথে পাঞ্জা লড়ছে।তিনি আরোও বলেন-আমাদের দু, ভাইয়ের অবস্থা ভালো না।মাথায় একাধিক সেলাই করা হয়েছে আমার বাম হাত ভেঙ্গে ফেলেছে।
এ দিকে অভিযুক্ত এনামুলের সাথে যোগাযোগের জন্য বাড়িতে গেলে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা অভিযোগের বিষয় নিশ্চিত করে জানান-আইনগত বিষয় প্রক্রিয়াধীন।