
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে সৌদি প্রবাসী আখের আলীর স্ত্রী তারিন আক্তার(২০) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছে বলে জানা গেছে।রবিবার(২১ এপ্রিল) ভোর রাতের যে কোন সময় উপজেলার সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্ধল উত্তর পাড়া শ্বশুর হিম্মত আলীর বাড়ি এ ঘটনা ঘটে। নিহত তারিন আক্তার ঐ এলাকার সৌদি প্রবাসী আখের আলীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়,শনিবার বিকেল বেলা বাবার বাড়ি হতে স্বামীর বাড়ি আসেন তারিন। ঐদিন দিবাগত রাতে খাবার খেয়ে পশ্টিম ভিটের দোচালা টিনের ঘরে তার শ্বয়ন কক্ষে ঘুমিয়ে পরে। রবিবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় বাড়ির লোক ডাকাডাকি করতে থাকে। কোন সারা শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে আড়ার সাথে ওড়না পেচিয়ে তাকে ঝুঁলতে দেখা যায়। বিষয়টি মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িতে লোকজন ভিড় জমায়। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো.জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।