মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে ২টি বে-সরকারি প্রতিষ্ঠান থেকে ফ্রি-মেডিকেল ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার(২৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা জয়নগর এলাকায় আবিষ্কার ফাউন্ডেশন উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল ও জ্যাকেট বিতরন ও আনসার-জিনাতন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অত্র এলাকার গরীব,দু:খি রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগ নির্নয় করে রোগীদের বিভিন্ন ঔষধ দেয়া হয়েছে। চিকিৎসা নেয়া আসা রাহেলা (৭০) ও আলেকজান(৬৫) বলেন-আমাদের দেখে ১ মাসের ঔষধ দিছে। আল্লাহ ওদের ভালো করুক এমনি বললেন এ প্রতিবেদকের কাছে।

আবিষ্কার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা.মমি আনসারী বলেন-২০১৭ সালে আমাদের এটা প্রতিষ্ঠিত। বিভিন্ন র্দূযোগ কালীন সময়ে অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতায় করাই আমাদের একমাত্র লক্ষ্য। এসময় উপস্থিত ছিলেন-তালেবপুর ইউপি ৭,৮,৯ সংরক্ষিত আসনের রেখা বেগম,আনসার-জিনাতন মেমোরিয়াল ট্রাস্টের সদস্য মো.তুহিনুর ইসলাম ও হিজবুল ইসলাম মানিক। আবিষ্কার ফাউন্ডেশনের পক্ষে ছিলেন- ডা.আফিফা হাবিব শাওন,ডা.ফজলে রায়হান,ডা.সাইফুল ইসলাম সাইফ,ডা.ওমর খোয়েম,ডা.জাহিদ মাহমুদ অর্ক,ডা.লিখন,ডা.গোলাম মোর্সেদ বায়জিদ ও মারহামা রশিদ। অন্যান্যদের মধ্যে ছিলেন-সেচ্চাসেবক আবু হানিফ,নাজমুল হাসান,এনামুল প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *