সিংগাইরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা হলরুমে উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে সাধারন সম্পাদক নাজমা আলমগীর এর সঞ্চালনায় এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার।এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগম এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,পৌর মেয়র আবু নঈম মো. বাশার,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন,যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম প্রমুখ। অন্যদের উপস্থিত ছিলেন-তালেবপুর ইউপি চেয়ারম্যান মো.রমজান আলী,বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম,চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেনসহ আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
মো.রকিবুল হাসান বিশ্বাস
মোবাইল নং-০১৭৩০১৯০৪০৮
তাং-৮/৮২২ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *