সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি
:সামাজিক পূজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ(লোকমোর্চা) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে স্কুল ও মাদরাসা শিক্ষকদের সাথে বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১২ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে “ওয়েভ ফাউন্ডেশন ও উপজেলা লোকমোর্চার আয়োজনে “পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন”এর সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশান আরা,মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ-উদ-দৌল্লাহ,সিংগাইর থানার সেকেন্ড অফিসার মো.মাহফুজুর রহমান,লোকমোর্চার উপদেষ্টা জগদীশ চন্দ্র মালো,সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন,লোকমোর্চার ফিল্ড কো-অডিনেটর কামরুজ্জামান যুদ্ধ,লোকমোর্চার সমন্বয়কারী হাবিবুল ইসলাম,প্রকল্প কর্মকর্তা সবুজ আলী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।