Md. Rakib Biswas
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ২৬ শে মার্চ উপলক্ষে বিএনপি’র মিছিলে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মী এমনটাই অভিযোগ বিএনপি নেতাকর্মীদের । সিংগাইর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকালে সিংগাইর কৃষি ব্যাংক সংলগ্ন চৌরাস্তা অস্থায়ী বিএনপি কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে ৮ টার দিকে ২৬ শে মার্চ উপলক্ষে একটি র্যালি বের করলে হঠাৎ করে অর্তকিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা । এতে সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপি নেতাকর্মীদের। আহতরা হলেন- জার্মিত্তা ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান, ছাত্রদলের রাকিব, সোহাগ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ জানান, প্রতি বছরের ন্যয় এবারও আমরা ২৬ মার্চ উপলক্ষে একটি র্যালি প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করেই বিএনপি’র মিছিল থেকে আমাদের মিছিলে ইটপাটকেল ও ঢিল ছোড়ালে এমন সংঘর্ষের ঘটনা ঘটে । তবে আওয়ামী অঙ্গ সংগঠনের কেউ আহত হয়নি বলে জানান তিনি। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন- খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রন আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।