- স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ):২০ নভেম্বর
মানিকগঞ্জের সিংগাইরে সুশান্ত(২৫) নামের এক রাজমিস্ত্রী বিদ্যুতের তারের সংস্পর্শে মৃত্যু হয়েছে। রবিবার(২০ নভেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। সুশান্ত একই উপজেলার সুদক্ষিরা গ্রামের মৃত.মতিলাল এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার বিন্নাডাঙ্গী এলাকায় জনৈক হাজী আব্দুর রাজ্জাকের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় সুশান্ত বিদ্যুতের লিক তারের সংস্পর্শে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে শান্তিপুর (বাগুর্লী) ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শেখ মো.আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন-আমরা একটি অভিযোগ পেয়েছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।