মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ)থেকে:মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায় ২শ ৩০ জন পরিবারে মাঝে ঈদ উপহার তুলে দিলেন,উপজেলা আওমী-যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো.হায়দার ইসলাম খান।
সোমবার (৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে সিংগাইর পৌর এলাকার চর আজিমপুর গ্রামের তার নিজ বাসভবন থেকে এ উপহার তুলে দেন। এ সময় তার সহধর্মিণী নাছরিন আক্তারসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এলাকার দুস্থ লোকজন ঈদের উপহার হিসেবে নগদ অর্থ পেয়ে অনেক খুশি।
ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া ছকিনা,রহিতন,কুলসুম,আরমান আলী বলেন,প্রতিবছর ঈদের আগে হায়দার আমাদেরকে টাকা পয়সা দিয়ে থাকে। আমরা প্রান খুলে তার পরিবারের জন্য দোয়া করি।
এ ব্যাপারে মো.হায়দার ইসলাম খান বলেন,সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকতে চাই। আমি সমাজের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছি। এসময় সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছাও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *