সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন শেষে রেলি করা হয়েছে। শনিবার(৮ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহি অফিসার পলাশ কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সায়েদুল ইসলাম বলেন, আজ থেকে ৭ দিন উপজেলা ভূমি অফিসে বিশেষ সেবাসমূহের কার্যক্রম থাকবে। আপনারা সরাসরি এখানে এসে সেবা নিবেন। সেবাগ্রহীতারা যেন কোন রকম হয়রানি শিকার না হয়। সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের খেয়াল রাখার আহবান জানান। এতে অন্যন্যদের মধ্যে বক্তব্যে রাখেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবিবুর রহমান ও চান্দহর ইউনিয়ন উপসহকারি কর্মকর্তা(নায়েব) মো.কামরুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারিসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতি ইউএনও পলাশ কুমার বসুর বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।