সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায়, “নিরাপদ ফসল উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ” কর্মসূচির আয়োজনে মাঠ দিবস পালিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার উপস্থিতিতে বুধবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামে পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার করে শসা চাষের উপর মাঠ দিবস পালিত হয়।

এ মাঠ দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, নিরাপদ খাদ্য বিপণনকারী প্রতিষ্ঠান চাষবাসের সমন্বয়কারী ইসলাম মোহাম্মদ। আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে আগত নিরাপদ সবজি উৎপাদনকারী চাষীরা ও ওয়েভ ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা মো: রাকিবুল হাসান এবং সহ. কৃষি কর্মকর্তা মো: মতিউর রহমান। উক্ত অনুষ্ঠানে নিরাপদ সবজি চাষী মোহাম্মদ আব্দুল আহাদ মালচিং পেপার ব্যবহার করে শসা চাষের বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরেন। আলোচনা শেষে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষকদেরকে নিয়ে মালচিং পেপার ব্যবহার করে চাষ করা শসার জমিতে গমন করেন । তিনি কৃষকদেরকে মালচিং পেপার ব্যবহার সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *