মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:মহান স্বাধীনতার সুবর্ন উপলক্ষ্যে”৫০টি জাতীয় পতাকা নিয়ে সুবর্নজয়ন্তী রেলি কর্মসূচীর অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা ও সিংগাইর উপজেলার বীরমুক্তিযোদ্ধাগনের মুক্তিযোদ্ধা স্মৃতি চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(২২ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগীতায় সহকারি শিক্ষক আজিজুর রহমান বাদশার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শাম্মা লাবিবা অর্নব। এ সময় উপস্থিত ছিলেন-সাবেক জেলা ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন,উপজেলা ডেপুটি কমান্ডার আবুল বাশার,উপজেলা কমান্ডার বশির উদ্দিন,সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আক্রাম হোসেন,সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত)শেখ মোহাম্মদ আবু হানিফ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন,বিদ্যালয়ে সহকারি শিক্ষক ও শতাধিক ছাত্র/ছাত্রীসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *