মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:মানিকগঞ্জের সিংগাইর ভূমদক্ষিন উচ্চ বিদ্যালয়ও চারিগ্রাম এসএ খান উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেন-মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার। আজ শনিবার(৩০ জুলাই) দুপুর দেড় টার দিকে থানার অফিসার ইনচার্জেরর কার্যালয়ে থেকে এ পুরুস্কার বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার(সদর) হোসাইন মোহাম্মদ রায়হান,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) অপু হেমন্ত,সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহা.রেজাউল হক,সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা,ভুমদক্ষিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ছিদ্দিকুর রহমান ও চারিগ্রাম এসএ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।
উল্লেখ্য,গত বুধবার ও বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা ভুমদক্ষিন উচ্চ বিদ্যালয় ও চারিগ্রাম এসএ খান উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী লেখাপড়া মান নির্নয় করতে গিয়ে ৯ম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের মাঝে ইংরেজী ক্লাস নেন।এতে ছাত্রদের মধ্যে থেকে মেধাবী ছাত্র/ছাত্রীদের যাচাই-বাচাই করেন তিনি। পরে জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান পিপিএম বার এর সাথে আলোচনার এক পর্যায় ৩০ জুলাই মেধাবী ছাত্র/ছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেন তিনি। এতে ছাত্র/ছাত্রীরা অনুপ্রানীত হয়ে পুলিশ সুপার ও ওসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।