সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি ,১২আগস্ট

সিংগাইরে মা-বাবার সাথে গ্রাম্য মেলায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক শিশু।বৃহস্পতিবার(১১ আগষ্ট) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার(১২ আগষ্ট)বিকালে অভিযুক্ত শরিফ মিয়াকে(২২) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শরিফ মিয়া সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মোঃ শহিদুল্লাহর ছেলে।

পুলিশ ও নির্যাতিত শিশুটির মা জানায়, উপজেলার খাসের চর এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফের বাড়িতে মহরম(আশুরা)উপলক্ষে চারদিনব্যাপী গ্রামীণ মেলা বসেছে।এই মেলায় পেঁয়াজু বিক্রি করেন শিশুটির মা-বাবা। আসামী শরিফ মিয়া একজন চা বিক্রেতা।বৃহস্পতিবার(১১ আগস্ট)রাতে শিশুটি তার মা বাবার কাছ থেকে একটু দূরে গেলে শরিফ তাকে ফুঁসলিয়ে পাশের পেঁপে বাগানে নিয়ে ধর্ষণ করে। সারারাত পেপে বাগানেই আটকে রাখে শিশুটিকে।রাতভর তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শুক্রবার ভোরে শিশুটি ফিরে এসে জানায় শরিফ তাকে জোরপুর্বক ধর্ষণ করেছে। প্রথমে আপোষ মিমাংসার নামে ঘটনা থামাচাপা দেওয়ার চেস্টা করে স্থানীয় মাতবররা।ধল্লা ফাঁড়ি পুলিশ বিষয়টি জানার পর ভিকটিমকে উদ্ধারসহ অভিযুক্ত শরিফকে আটক করে থানায় নিয়ে আসে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, এঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।শনিবার আসামী শরিফ মিয়াকে আদালতে পাঠানো হবে।জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে শিশুটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *