সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এ শ্লোগানকে সামনে রেখে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা.সাদিয়া রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ সোমবার(২৪ জুলাই)দুপুর ১২ টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরেরর আয়োজনে মৎস্য অফিসারের নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মৎস্য অফিসার সাদিয়া রহমান বলেন,এ উপজেলায় মাছের চাহিদা রয়েছে পাঁচ হাজার সত্তর মে.টন,উৎপাদন হচ্ছে তিন হাজার আটচল্লিশ মে.টন,ঘাটতি রয়েছে দুই হাজার বাইশ মে.টন। উপজেলায় পুকুর রয়েছে এক হাজার ঊনসত্তর টি। খাল বিল,প্লাবন ভূমি,হেচারিতে প্রতি বছরই পোনা মাছ অবমুক্তকরণ,মৎস্য খামার পরিদর্শন করা হয়। আমাদের অফিসে জনবল সংকট থাকায় অনেক কাজেই ব্যঘাত ঘটছে। মৎস্য সপ্তাহে উপলক্ষে বিভিন্ন কর্মসূচী রয়েছে। এতে সাংবাদিকদের উপস্থিতি ও সহযোগীতা কামনা করেন তিনি। এতে উপস্থিত ছিলেন,ফিল্ড এ্যাসিটেন্ট প্রভাত কুমার সরকার,মৎস্য চাষী মো.ফুতুন মিয়া,হাফিজউদ্দিন দেওয়ান,আমিরুল ইসলাম,জাহাংগীর আলম,শাহীন,ফারুক মিয়া,সাংবাদিক মো.সোহরাব হোসেন,রকিবুল হাসান বিশ্বাস,মোবারক হোসেন,বাদল হোসাইন ও আব্দুল গফুর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *