মো.রকিবুল হাসান
বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:মানিকগঞ্জের সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
আজ শনিবার(২৬ মার্চ) ভোর থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুস্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮ টার দিকে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয়
পতাকা উত্তোলন,পুলিশ,আনসার ও ভিডিপি,স্কাউট্ধসঢ়;স,গার্লস গাইড,বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্র/ছাত্রী এবং বিভিন্ন সংগঠনের সমাবেশ,কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন,বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগনের সংবর্ধনা,কুচকাওয়াজ,শারীরিক কসরত,মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠান হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগম এমপি,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ,সহকারি কমিশনার(ভূমি) শাম্ধসঢ়;মা লাবিবা অর্নব,সিংগাইর থানার অফিসার ইনচার্জ(ওসি) সফিকুল ইসলাম মোল্যা,পৌর মেয়র আবু নাঈম মো.বাশার,উপজেলা ডেপুটি কমান্ডার বীর মক্তিযোদ্ধা আবুল বাশার,মুক্তিযোদ্ধা কমান্ডার বসির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান,যুগ্ন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ ও মো.সায়েদুল ইসলাম,সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ,সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরুউদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারি,উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *