সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
দেশের সর্বাধিক প্রচারিত শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তর ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
মানিকগঞ্জের সিংগাইরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মঙ্গলবার সিংগাইর পৌরসভার হলরুমে দৈনিক যুগান্তরের সিংগাইর উপজেলা প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদল এর উদ্যোগে সিংগাইর প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় “প্রতিদিনের সংবাদ”সিংগাইর উপজেলা প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাসের সঞ্চালনায় জন্মদিনের কেক কাটা ও বক্তব্য দেন- অনুষ্ঠানে প্রধান আলোচক সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক। অন্যন্যদের মধ্য বক্তব্য রাখেন-সিংগাইর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ভোরের কাগজের প্রতিনিধি মাসুম বাদশাহ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) শেখ মো.আবু হানিফ, পৌরসভার সচিব ইরানি আক্তারসহ পৌর কাউন্সিলর,স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।