সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে যুবদলের দু,গ্রুপের পৃথকভাবে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো.কামাল হোসেনের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক মো.জাকির হোসেনের পরিচালনায় বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো.আবিদুর রহমান খান রোমান ও সাধারন সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু।

এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মো.খোরশেদ আলম ভূইয়া,সাধারন সম্পাদক মো.বাবুল হোসেন,সাবেক,জেলা যুবদলের সদস্য ও সাবেক জি.এস সিংগাইর সরকারি কলেজ মো.মিজানুর রহমান লিটন,উপজেলা যুবদলের সদস্য মো.মিজানুর রহমান ও মো.সোবহান মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগর,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোনেম আহমেদ বিপ্লব,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক,মাহবুবুর রহমান রনিসহ উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।অপর দিকে,পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় সকাল সাড়ে ১১ টার দিকে কৃষি ব্যাংক মোড় এলাকায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো.মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন,বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত,উপজেলা যুবদলের সদস্য সচিব মো.ইসমাইল হোসেন। এতে উপস্থিত ছিলেন,সাবেক পৌর কাউন্সিলর মো.আলাউদ্দিন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো.আমজাদ হোসেন,পৌর যুবদলের আহবায়ক মো.আনোয়ার হোসেন ও সদস্য সচিব মো.সফিকুল ইসলাম সরকার জীবনসহ উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। পরিশেষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বার্তা প্রেরক মো.রকিবুল হাসান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *