সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের হুটের জার্মিত্তা ডিএমসি ইট ভাটা এলাকা থেকে মঙ্গলবার বিকাল ৫ টার দিকে রিভলবার ও পিস্তলসহ ২ জনকে আটক করেন-র্যাব-৪, সিপিসি-স্পেশাল, মিরপুর-১, ঢাকা। আটককৃতরা হলেন-উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের শুক্কর আলীর ছেলে ফয়সাল হোসেন(২৮) ও একই এলাকার গঙ্গালাল গ্রামের মৃত.মনুর উদ্দিনের ছেলে আমির উদ্দিন(৪৮)।
সূত্রে জানা গেছে, উপজেলার জার্মিত্তা ইউনিয়নের হুটের জার্মিত্তা ডিএমসি ইটভাটায় যাওয়ার মুখে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাব-৪ সিপিসি-স্পেশাল, মিরপুর এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো.আব্দুল ওয়াহেদ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ২ জনকে আটক করেন। পরে তাদের অস্ত্র আইনে মামলা দিয়ে সিংগাইর থানায় হস্তান্তর করেন রেব।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন-বুধবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
বার্তা প্রেরক
মো.রকিবুল হাসান বিশ্বাস
মোবাইল নং-০১৭৩০১৯০৪০৮
তাং-৬/৪/২২ইং